Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাস স্ট্যান্ড এলাকায় ভূমি নিয়ে বিরোধ ॥ সুলতান মাহমুদ পুর ও মোহনপুর গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর ও মোহনপুর গ্রামে জমি দখল নিয়ে দু’দল লোকের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। দোকানপাঠ বন্ধ করে লোকজন আতংকে দৌড়াদৌড়ি শুরু করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ১৬ রাউন্ড টিয়ারসেল ও ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। সংঘর্ষে গুরুতর আহত  আব্দুল কাইয়ূম (৩০), হৃদয় (২২), রিয়াদ (২৩), কাউছার (২২), সালেহ আহমেদ (২৮), জসীম উদ্দিন (২২) ও নাহিদ (২০), বাশার (১৬), কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আল আমিন (২০) কে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, মোহনপুরে বসবাসরত লাখাই উপজেলার মুড়াকরি গ্রামের আব্দুল কাইয়ূমের ক্রয়কৃত একখন্ড ভূমি নিয়ে সুলতান মাহমুদ গ্রামের বাচ্চু মিয়ার বিরোধ চলে আসছিল। গতকাল আব্দুল কাইয়ূম তার ক্রয়কৃত জায়গায় বাশ দিয়ে সীমানা নির্ধারণ ও ঘর তৈরী করতে গেলে বাচ্চু মিয়াসহ তার লোক বাধা দেয়। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।