Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জৈবিক উপায়ে মাছ ও সবজি চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠান জীবিকার তাগিদে বিকল্প কর্ম

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে জৈবিক উপায়ে মাছ ও সবজি চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শেভরন এর অর্থায়নে এবং আইডিয়া কর্তৃক পরিচালিত ”কমিউনিটি ড্রিভেন গ্রীন ইনিশিয়েটিভ প্রজেক্ট-(সিডিজিআই)” কর্তৃক মোট ৪৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে জৈবিক উপায়ে পুকুরে মাছ চাষ ও সবজি চাষের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এসকল উপকরণের মধ্যে ছিল ভাসমান মাছের খাবার, উন্নত জাতের এবং উচ্চ ফলনশীল বিভিন্ন সবজি বীজ ও জৈব সার। উল্লেখ্য যে, বিগত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে উল্লেখিত চাষিদের জন্য দুই দিন ব্যাপি পৃথক দুইটি প্রক্ষিশনের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে উল্লেখিত মাছ চাষিদেরকে পুকুর অনুসারে মন-সেক্স তেলাপিয়ার পোনা ও পোনার প্রাথমিক খাবার প্রদান করা হয়। উপকরন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুজ্জামান রিপন, সিনিয়র কো-অর্ডিনেটর, কমিউনিটি এঞ্জেজমেন্ট শেভরন বাংলাদেশ সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ । অনুষ্ঠানে বক্তারা রাসায়নিক সার প্রয়োগের কুফল সমূহ তুলে ধরেন এবং জৈবিক উপায়ে চাষাবাদের বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রকল্পটি বিগত মার্চ ২০১৩ হতে আউশকান্দি, ইনাতগঞ্জ এবং দিঘলবাক ইউনিয়নের মোট বাইশটি গ্রামে মোট একশত জন ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষক নিয়ে জৈবিক উপায়ে মাঠফসল ও সব্জি চাষাবাদ, কাঠ ও ফল জাতিয় বৃক্ষ রোপন এবং পুকুরে মাছ চাষ বিষয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।