Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে অঞ্জনা হত্যাকান্ডের মামলা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার সমাবেশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টরস কোয়াটারে অঞ্জনা রানী নম’র হত্যাকান্ডের মামলা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আবারও ফুসে উঠেছে নবীগঞ্জ সচেতন নাগরিক সমাজ। গতকাল রবিবার সন্ধ্যায় শহরের ওসমানী রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় কর্মসুচী ঘোষনা করা হয়েছে। ষড়যন্ত্রকারীদের কবল থেকে বেরিয়ে এসে আইনের শাসন সুপ্রতিষ্টিত করার স্বার্থে অঞ্জনার খুনীদের শাস্তির দাবীতে আগামী মঙ্গলবার বিকালে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছে। উক্ত সমাবেশকে সফল করতে দলমত র্নিবিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান সচেতন নাগরিক সমাজ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাহেব আলী, কমান্ডার এমএ খালেক, চৌধুরী ফয়সল শোয়েব, আহমদ ঠাকুর রানা, অলিউর রহমান অলি, তপন মালাকার, বদরুল আমীন, সামিউজ্জামান শ্যামল, বিল্পব মল্লিক, সাব্বির শুভ প্রমূখ।
উল্লেখ্য, বিগত ১৬ আগষ্ট শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৎকালীন প্রধান সহকারী সজল চন্দ্র দেবের হাসপাতালের ডক্টরস কোয়াটারস্থ বাসভবন থেকে উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের গৃহপরিচালিকার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।