Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ভূমি নিয়ে বিরোধ ॥ ইউপি চেয়ারম্যান ও নাহিদ টেক্সটাইলের লোকজনের সংঘর্ষে আহত ২৫

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার হরিতলা এলাকায় জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নাহিদ ফাইন টেক্সটাইল মিলস্ কর্তৃপক্ষ ও ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘঠেছে। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় আব্দুর রউফ (৩৫) ও আব্দুল খালেক (৪০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত সুজন মিয়া (২৮), আলী আহমদ (৩০), রিয়াদ (২৫), কিরণ (৩০), জয়নাল (৩৫), জালাল (২৮), মোস্তাক (২৫), রেনু মিয়া (২৮), মহব্বত মিয়া (৩০) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার শাহজীবাজার হরিতলা এলাকায় শিল্প স্থাপনের জন্য নাহিদ ফাইন টেক্সটাইল মিলস্ লিঃ এর পক্ষ থেকে জমি ক্রয় করা হয়। ওই জমিতে মাটি ভরাটসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে নাহিদ টেক্সটাইল মিলস্। এদিকে কিছু জমি নাহিদ ফাইন টেক্সটাইল মিলস্ জোরপূর্বক দখলে নিয়েছে বলে বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ও তার লোকজন অভিযোগ করেন। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে শাহাব উদ্দিন চেয়ারম্যানের লোকজন বিরোধপূর্ণ ভূমিতে যায়। এতে নাহিদ টেক্সটাইল মিলস্রে লোকজন বাধা দিলে উভয় পক্ষে মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় এক ঘন্টা স্থায়ী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মাধবপুর থানা ও হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।