Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ১৩ জুয়ারির কারাদন্ড

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ১৩ জুয়ারিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার ভোরে উপজেলার দৌলতপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার বিভিন্ন গ্রামে সাম্প্রতিক সময়ে জুয়ারিদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিরাতেই কোন না কোন স্থানে জুয়াড় আসর বসছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোররাতে বাহুবল মডেল মডেল থানার এসআই মমিনুলের নেতৃত্বে একদল পুলিশ হানা দিয়ে দৌলতপুর গ্রামের একটি দোকানে জুয়া খেলা অবস্থায় ১৩ ব্যক্তিকে আটক করে। আটককৃতরা হলো-মৃত আব্দুল বারিকের পুত্র জিতু মিয়া (৪৫), রজব আলীর পুত্র রুহুল আমিন (৩২), আব্দুর রউফের পুত্র খলিল মিয়া (২২), ছিদ্দিক আলীর পুত্র শাকিব মিয়া (২০), কুদ্দুছ মিয়ার পুত্র এখলাছ মিয়া (৩২), মৃত রফিক উল্লার পুত্র রহমত আলী (৪৫), ছাদিক মিয়ার পুত্র হাবিব মিয়া (২০), রানু মিয়ার পুত্র রায়হান মিয়া (২০), আব্দুর রহিমের পুত্র রাসেল মিয়া (১৯), ছিদ্দিক আলীর পুত্র রাজু মিয়া (২৫), সঞ্জব মিয়ার পুত্র খোকন মিয়া (২২), মৃত আব্দুল আলীর পুত্র সুমন মিয়া (২৭) ও আজগর আলীর পুত্র তাজ উদ্দিন (২২)। এদের প্রত্যেকের বাড়ি উপজেলার দৌলতপুর গ্রামে। আটককৃতদের বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আল-মজিদ-এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে এসআই মমিনুল জানান, জুয়ারিদের গ্রেফতারের সময় জুয়া খেলার সরঞ্জাম, তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের প্রত্যেকেই ভ্রাম্যমান আদালতের কাছে জুয়া খেলার কথা স্বীকার করেছে।