Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজকের হবিগঞ্জের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মানহানী মামলা

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক জি কে গউছ, বার্তা সম্পাদক এম এ মজিদ ও পত্রিকার বার্তা বিভাগ ইনচার্জ আশরাফুল ইসলাম কহিনুরের বিরুদ্ধে মানহানী মামলা দায়ের করা হয়েছে। মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের ব্যাবসায়ী এ কে এম জাকারিয়া চৌধুরী গতকাল আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামুনুর রহমান ছিদ্দিকী আগামী ২৭ জানুয়ারী আসামীদের স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারীর আদেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, বিগত মাস খানেক পূর্বে সম্পাদক জি কে গউছের বরাত দিয়ে বার্তা সম্পাদক এম এ মজিদ ও বার্তা বিভাগ ইনচার্জ আশরাফুল ইসলাম কহিনুর বাদী এ কে এম জাকারিয়া চৌধুরীর নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। বাদী টাকা দিতে অস্বীকার করায় গত ১৫ আগষ্ট দৈনিক আজকের হবিগঞ্জে ”সাংবাদিক ও ওসি কে প্রায়ই দাওয়াত খাওয়ান জাকারিয়া, ডিম ব্যাপারীর পুত্র হয়ে এখন কোটি কোটি টাকার মালিক, মাধবপুরে ৬ কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলে মরিয়া জাকারিয়া বাহিনী” শিরোনামে বাদী ও বাদীর পরিবারের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়। মামালায় উল্লেখ করা হয় বাদীর পিতা ডাঃ এ এম আব্দুল্লাহ চৌধুরী জগদীশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার হিসেবে ১৯৯৪ সালে অবসর গ্রহন করেন। অথচ পত্রিকায় বাদীর পিতাকে ডিম ব্যাপারী উল্লেখ করেন। এছাড়া মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্য বিজ্ঞান বিষয়ে বি এ সম্মান সহ মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। বর্তমানে বাদী চৌধুরী প্রপার্টি এন্ড ইঞ্জিনিয়ার লিঃ নামীয় কোম্পানীর চেয়ারম্যান হলেও পত্রিকায় বাদীকে বখাটে হিসেবে উল্লেখ করা হয়েছে।