Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শচীন্দ্র কলেজে বিজয় দিবস উদযাপন ॥ জ্ঞান অর্জন করে মানুষের উপকারে কাজ কর-শিক্ষার্থীদের প্রতি শচীন্দ্র লাল সরকার

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত মঙ্গলবার শচীন্দ্র কলেজে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। শচীন্দ্র কলেজের অধ্যক্ষ এসকে ফরাস উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার। তিনি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন- পড়ালেখার মাধ্যমে জ্ঞান অর্জন করে তোমরা মানুষের উপকারে কাজ করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ আব্দাল হোসেন তরফদার, রাখাল চন্দ্র দাস প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, প্রভাষক বিষ্ণু চন্দ্র পাল, প্রভাষক মিহির রঞ্জন সরকার, প্রভাষক লতিফ হোসেন, প্রভাষক জহির আলম ও প্রভাষক সুমনা দাস। ছাত্র-ছাত্রীরা বক্তব্য দান ও নানা প্রকার দেশাত্ববোধক গান পরিবেশনের মাধ্যমে বিজয়ের আনন্দ ও তাৎপর্য ফুটিয়ে তুলে। শরীর চর্চা শিক্ষক রঞ্জিত দাসের পরিচালনায় অত্র কলেজের স্কাউট সদস্যদের পারফর্মেন্স অনুষ্ঠানের সৌন্দর্য্য ও প্রাণচাঞ্চল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রভাষক প্রসূন আচার্য্য।