Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়ে ২ লাখ টাকা খোয়া গেছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়ে ২লাখ টাকা খোয়া গেছে এক ব্যক্তির। গতকাল সোমবার দুপুরে কালীবাড়ি রোডস্থ ডাচ বাংলা ব্যাংক লিঃ এর প্রধান শাখায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত তোরাব আলীর পুত্র হাজী সুলতান আহমেদ সম্প্রতি কে. হাসান ডেইরী ফার্মের নিকট ২৮শতক জমি বিক্রয় করে। গতকাল ওই কোম্পানী সুলতান আহমেদকে ১০লাখ টাকার ডাচ বাংলা ব্যাংকের একটি চেক প্রদান করে। চেকটিসহ তার ভাইকে নিয়ে সে ব্যাংকের হবিগঞ্জ শাখায় টাকা উত্তোলন করার জন্য আসেন। পরে চেকটি ক্যাশে জমা দেওয়ার পর ক্যাশিয়ার ব্যাংকের ভেতরে থাকা অন্যলোকের কাছে টাকাগুলো সমজিয়ে দেন। পরে সুলতান আহমেদ টাকা গুনতে গিয়ে দেখেন টাকার বান্ডিলে ৮ লাখ টাকা। পরে ২লাখ টাকা কম দেখে তিনি বিষয়টি ক্যাশিয়ারকে জানালে তিনি বলেন আমি ১০লাখ টাকা দিয়েছি আপনার লোক তা সমজিয়ে নিয়েছে। এ সময় সুলতান মিয়া বলেন আপনি যার কাছে টাকা সমজিয়েছেন তিনি আমার লোক নয়। পরে ব্যাংকের নিকট অনেক খোঁজাখোঁজি করেও লোকটিকে খোঁজে পাওয়া যায়নি। বিষয়টি ব্রাঞ্চ ম্যানেজার নাজমুল আহমেদকে অবগত করলে তিনি সুলতান মিয়াকে পুলিশে ধড়িয়ে দিবেন বলে হুমকি প্রদান করেন। এ সময় ব্যাংকে থাকা এক লোক হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিনকে জানালে তিনি ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসি ক্যামেরা) বিষয়টি যাচাই করার জন্য ব্রাঞ্চ ম্যানেজারকে অনুরোধ করেন। এদিকে ২লাখ টাকা হারিয়ে সুলতান মিয়া পাগল প্রায়। পরে অবশিষ্ট ৮লাখ নিয়েই বাড়ি ফিরেন সুলতান।