Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আজাদ সহ ৫ জন আহত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সড়ক দূর্ঘনায় সাংবাদিক এম এ আহমদ আজাদসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
জানা যায়, গতকাল দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাজার সৈয়দ পুর পূবালী ব্যাংক থেকে রায়ঘর গ্রামের জনৈক যুবক ৮০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি যাবার পথে র‌্যাব পরিচয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এখবরটি মুহুর্তের মধ্যে সবত্র ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। সংবাদটি সংগ্রহের জন্য দৈনিক সমকালের নবীগঞ্জ প্রতিনিধি এম এ আহমদ আজাদ মোটর সাইকেল যোগে রওয়ানা দেন। পথিকমধ্যে মহাসড়কের পার্শ্বে আউশকান্দি রহমান কমিউনিটি সেন্টার সংলগ্ন স্থানে অপর একজন সাংবাদিকের জন্য মোটর সাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় পিছন দিক থেকে একটি নাম্বারবিহীন সিএনজি দ্রুতগতিতে এসে মোটর সাইকেলকে সজোড়ে ধাক্কা দিলে সাংবাদিক এম এ আজাদ ছিটকে মহাসড়কের পার্শ্বে পড়েন। এতে আজাদ, সিএনজির চালক শামীম আহমদ ও যাত্রী মনসুর আহমদসহ ৪ যাত্রী আহত হন। সিএনজির ধাক্কা আজাদের মোটর সাইকেলটি ধুমড়ে মুছড়ে গেছে। সিএনজিও ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় জনতা তাদের উদ্ধার করে আউশকান্দি অরবিট হসপিটালে নিয়ে আসলে আশংকাজন অবস্থায় সিএনজি চালক ও যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আহত সাংবাদিক আজাদ সহ ৩জনকে চিকিৎসা প্রদান করা হয়।