Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের কাউন্সিলরের বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার ঘটনায় ৫ জনকে আসামী করে আজ মামলা হচ্ছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামে নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির সীমানা প্রাচীরের ভেন্টিলেটারের সাথে ঝুলন্ত জ্যোৎস্না বেগম মৃত্যুর ঘটনায় আজ রবিবার নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন নিহতের ভাই রজব আলী ফকির। তিনি জানান, তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করছেন। এতে ৫ জনকে অভিযুক্ত করা হবে।
এদিক ঘটনার পর থেকে কাউন্সিলর মিজানুর রহমান আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এদিকে চাঞ্চল্যকর এ ঘটনার আলোচনায় কথিত মাহফুজ ও নবীগঞ্জের জাহিদা বেগমের কোন হদিস পাচ্ছেনা পুলিশ। তবে থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী বলেছেন, কিছুদিনের মধ্যে এ লোমহর্ষক ঘটনার মুল রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। কোন কারনে নিরাপরাধ কোন ব্যক্তি যাতে এ ঘটনায় হয়রানী করা হবে না বলেও তিনি জানান। তবে তদন্তের স্বার্থে যাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন তাদেরকে খোঁজা হচ্ছে।
নিহত জ্যোৎস্নার মা ফুলেন বিবি ওরপে আশুর মা মেয়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকান্ড দাবী করে দায়ীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন।