Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল হবিগঞ্জকে হারিয়ে ঢাকা চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৩ এর ফাইনালে স্বাগতিক হবিগঞ্জকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে ঢাকা জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৪টায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে এ খেলা অনুষ্টিত হয়। খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধ্বে প্রথমে ঢাকা জেলা দল ১ গোলে এগিয়ে যায়। পরে হবিগঞ্জ জেলা দল ১ গোল করে খেলায় সমতা আনে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে ঢাকা জেলা দল হবিগঞ্জকে ৫-৪ গোলে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন আনোয়ার হোসেন সাজু। সহকারী ছিলেন আব্দুল বাসিত ও মিল্লাত চৌধুরী। চতুর্থ রেফারী ছিলেন ফরিদ উদ্দিন। ধারাভাষ্যে ছিলেন সাবেক ফুটবলার শফিউল আলম সাফি। খেলার উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, শেখ সুজাত মিয়া ও পুলিশ সুপার কামরুল আমীন।
পরে ট্রফি বিতরণ করেন টুর্নামেন্ট এর উদ্যোক্তা জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। পরিচালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান, বিশিষ্ট সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান তরফদার মাহিন, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি আব্দুর রহমান, সহ সভাপতি শহিদুর রহমান লাল, সালেহ আহমেদ, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী কামরুল আহমেদ, মোক্তার হোসেন, আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চুু, শফিকুজ্জামান হিরাজ, বিভৎসু চক্রবর্তী বিভূ, আবুল কালাম, হুমায়ূন কবির শাহেদ, জেলা ফুটবল এসোসিয়েশন সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, আব্দুল কাইয়ূম জুয়েল, শেখ উম্মেদ আলী শামীম, আব্দুর রউফ মাসুক, নুরুল হক, আব্দুল হান্নান, মাহবুবুল হক আউয়াল, হেলাল আহমেদ প্রমুখ।
টুর্নামেন্টে স্বাগতিক হবিগঞ্জ ছাড়াও ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা দল অংশ নেয়। জেলার ৭টি ভেন্যুতে এ টুর্নামেন্টের বিভিন্ন খেলা অনুষ্টিত হয়।