Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মতবিনিময় সভায় এমপি মুনিম চৌধুরী ॥ সংস্কৃতি চর্চাই পারে সমাজের সকল কলুষতা দূর করতে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ওসমানী সড়কস্থ একটি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র সপ্তক কার্য্যালয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সংগঠনের আহবায়ক মোস্তাফিজুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আলী আমজাদ মিলনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের  এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জে, কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হোমল্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক তাপস আচার্য্য, হিরামিয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক এটি এম বশিরুল ইসলাম, প্রভাষক অসীম কুমার রায়, প্রভাষক রেজাউল করিম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল। এ সময় উপস্থিত ছিলেন সপ্তক এর নির্বাহী সদস্য জসিমুল হক সুহেল, উস্তাদ প্রবাল দাশ ভক্ত, ওস্তাদ শ্রীনিবাস দাশ, হোসাইন আহমদ, আকিকুর রহমান, কয়েছ আহমদ, শাহরিয়ার আহমদ রিপন, আশরাফ উদ্দিন, এম,এ কাশেম, আলি শাহান, রাজিব দাশ, বিশ্বজিত দাশ, লিটন দাশ, অর্নিবান নাগ, ভাস্কর দত্ত রায় প্রমূখ। শেষে সপ্তকের শিল্পীবৃন্দের পরিবেশনায় সংগীত পরিবশেন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, একমাত্র সংস্কৃতি চর্চাই পারে সমাজের কলুষতা দুর করতে। তাই সবাইকে কাজের ফাকে সংস্কৃতি চর্চার অভ্যাস গড়ে তোলতে হবে।