Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ৫ জয়িতাকে ক্রেস্ট ও সনদ প্রদান

বানিয়াচং প্রতিনিধি ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় বানিয়াচং উপজেলা থেকে ৫ জন সফল নারীকে নির্বাচিত করে আনুষ্ঠানিকভাবে ক্রেষ্ট সহ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় এ উপলক্ষে এক সভা উপজেলা মিলনায়তনে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামসুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা শেষে ৫জন জয়িতাকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও তানিয়া খানম, সহাকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউর রহমান, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, দৌলতপুর ইউ.পি চেয়ারম্যান মনজু কুমার দাস, পিআইও মেহেদী হাসান টিটু, মহিলা সদস্যা রাহেলা হক, সাবেরা খাতুন, প্রেসক্লাব সেক্রেটারী তোফায়েল রেজা সোহেল, সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন প্রমুখ। সভা শেষে অর্থনৈতিকভাবে সফল জয়িতা রাহেলা হক, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে নিছপা আক্তার নিশি, সফল জননী হিসেবে শান্তা বালা দাশ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নূতন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্ষেত্রে হোসেনা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানে হুসনে আরা বেগমকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।