Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভায় বক্তাগণ ॥ মানবাধিকার সংরক্ষনে সর্বস্তরের লোকদের সহযোগিতা প্রয়োজন

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বুধবার বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে স্থানীয় আরডি হলের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি আলহাজ্ব আবুল লেইছ। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শাখার উপদেষ্টা এডভোকেট দেওয়ান মিনহাজ গাজী। বিশেষ অতিথি ছিলেন সরকারী মহিলা কলেজের প্রাক্তণ উপাধ্যক্ষ প্রফেসর আব্দুজ জাহের। বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মোঃ রজব আলী, এডঃ এস এম বজলুর রহমান, মোঃ আমিনুল ইসলাম শামীম, আজিবন সদস্য মোঃ খাইরুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক আলহাজ্ব কামাল গনি চৌধুরী, সহ-সাধারন সম্পাদক মোঃ মহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শামীম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুহেল খান, প্রচার সম্পাদক আলহাজ্ব সুমন আহমেদ, আনিসুজ জামান জেবু, মোঃ আব্দাল মিয়া, এম এ রহিম শিবলু, লিটন দেব প্রমুখ।
বক্তাগণ বলেন, মানবাধিকার সংরক্ষনে সর্বস্তরের লোকদের সহযোগিতা প্রয়োজন। আজ বাংলাদেশ সহ সারা বিশ্বে মানবাধিকার চরমভাবে লঙ্গিত হচ্ছে। অন্যায়কারী জালেমদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় সকলস্তরের জনগণের সহযোগিতা ছাড়া কারো একার পক্ষে মানবাধিকার বাস্তবায়ন মোটেও সম্ভবপর নয়।