Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে রশিদ, ফটিক ও রহমান ফিলিং ষ্টেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কাজী মিজানুর রহমান, নবীগঞ্জ থেকে ফিরে ॥ নবীগঞ্জ  রশিদ ফিলিং ষ্টেশন, ফটিক মিয়া ও রহমান ফিলিং ষ্টেশনসহ উপজেলার বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি, অনিয়মতান্ত্রিক ভাবে পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন বিক্রির অপরাধে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল আলম ও তানবীর হাসান রুমান।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়ায় পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন বিক্রির সময় ওজনে কম দেয়ার অপরাধে রশিদ ফিলিং ষ্টেশনকে ৩ হাজার টাকা, এবং একই অপরাধে সৈয়দপুর হাজী ফটিক মিয়া ফিলিং ষ্টেশনকে ৩ হাজার ও আব্দুর রহমান ফিলিং ষ্টেশনকে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও মেয়াদ উর্ত্তীন খাবার বিক্রির অপরাধে বালিদ্বারা নিশাত নিযুম ফাস্ট ফুডের দোকানে ১ হাজার টাকা। দেবপাড়া বাজারে লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা ও মেয়াদ উর্ত্তীন খাবার বিক্রির অভিযোগে রিয়াদ ফুড এন্ড বেকারীকে ২০ হাজার টাকা ও আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ হানিফ (অনিক) বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই সিলেট বিভাগীয় কর্মকর্তা আজিজুল হাকিম ও গোপলা বাজার তদন্ত কেন্দ্রের আইসি এসআই আরিফ উল্লাহ প্রমূখ।