Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্রীমঙ্গলে সোনালী ব্যাংকে ভল্ট ভেঙ্গে ডাকাতির চেষ্টা

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে সোনালী ব্যাংকের জানালার গ্রিল কেটে ব্যাংকে ঢুকে ডাকাতরা ভল্ট ভাঙার চেষ্টা করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। গতকাল সোমবার ভোরে শ্রীমঙ্গল পৌর এলাকার হবিগঞ্জ সড়কে সোনালী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। সোনালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ম্যানেজার আশীষ দেব রায় জানান, সকাল ৯টার দিকে ব্যাংকের পরিচ্ছন্নতা কর্মী প্রাণেশ দেবনাথ প্রথমে জানালার গ্রিল ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তাকে জানায়। ব্যাংকে গিয়ে দেখেন পেছনের দিকে একটি জানালার গ্রিল দৈর্ঘ্যে প্রায় দুই ফুট এবং প্রস্থে এক ফুট ভাঙা। ক্যাশ কাউন্টারের সব ড্রয়ার খোলা। কাগজপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে ভোর ৫টা ২০ মিনিটে জ্যাকেট পরা চার যুবক পেছন দিকের একটি জানালার গ্রিল কেটে ব্যাংকে ঢুকে ক্যাশ কাউন্টারের ড্রয়ার তছনছ করছে। এরপর যুবকরা হাতুড়ি ও স্ক্রু-ড্রাইভার দিয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে। ৬টা ২৩ মিনিটে ওই ভাঙা জানালা দিয়ে যুবকরা আবার বেরিয়ে যায়। ফুটেজে চারজনের মধ্যে একজনের মুখের একপাশ দেখা গেলেও অন্যদের মুখ দেখা যায়নি। সকাল পৌনে ৭টায় ব্যাংকের ভেতরে দায়িত্ব পালনরত নৈশ প্রহরী আনসার সদস্য কবির মিয়াকে ব্যাংক থেকে বেড়িয়ে যেতে দেখা গেছে। নৈশপ্রহরী কবির মিয়া জানান, সারা রাত ডিউটি করে ভোর রাতে তিনি ব্যাংকের ভেতর পশ্চিম-উত্তর কোনায় ঘুমিয়ে পড়েন। পরিচ্ছন্নতা কর্মী আসার পর সকালে তিনি বাসায় চলে যান। শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল জলিল জানান, এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। তবে কাউকে এখনো আটক করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।