Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৫ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ g ৫০ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ

স্টাফ রিপোর্টার ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বানিয়াচং উপজেলার ৫ গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ৫০ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। সংঘর্ষকালে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৩টি বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলা দৌলতপুর গ্রামের ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া ও শিকারপুর গ্রামের পরাজিত চেয়ারম্যান মন্নান মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে ওই এলাকার বহুরা নদীর পাশে অবস্থিত টুকরা বন্দে প্রায় ১০০ একর জমির দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দু’দিন যাবত উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গতকাল সকাল ১১টার দিকে চেয়ারম্যান আনোয়ার মিয়া ও শাহীন মেম্বার এর পক্ষে দৌলতপুর, জোড়ানগর, আলীনগর ও জামালপুর গ্রামবাসী এবং মন্নান মিয়া ও ইউপি মেম্বার দলাই মিয়ার পক্ষে শিকারপুর গ্রামের লোকজন টেটা, ফিকল সহ দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। প্রায় ২ ঘন্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষে টেটাবিদ্ধ সহ ২৫ জন আহত হয়। গুরুতর আহত টেটাবিদ্ধ ৫ জনকে হবিগঞ্জ সদর ও ১ জনকে সিলেট ও বাকিদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে সংঘর্ষ শেষে ফেরার পথে দৌলতপুর গ্রামের লোকজন আলীগঞ্জ বাজারের  কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। এর জের ধরে বিকেলে দৌলতপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আস্কর মিয়া ও বর্তমান চেয়ারম্যান আনোয়ার মিয়ার লোকজন পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের আলীগঞ্জ বাজারে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে রাস্তাঘাটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় মুরুব্বীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।