Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে একটি সেতু’র জন্য..!

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার একটি অবহেলিত জনপদের নাম করগাও ইউনিয়নের ছোট সাকোয়া, পরুস্তত্তমপুর ও সর্দারপুর এলাকা। যে গ্রাম গুলোতে প্রায় ৫ হাজার লোকের বসবাস। কমপক্ষে ভোটার রয়েছে ৩ হাজারের কাছাকাছি। গ্রামের মাঝখানে রয়েছে একটি প্রাইমারী স্কুল, একটি মাদ্রাসা, স্থানীয় চেয়ারম্যানের বাড়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বসবাস। টুকের বাজার ও গ্রামের মধ্যখানে বয়ে গেছে শাখাবরাক নদী। নদীর ওপারে রয়েছে টুকের বাজারের সন্নিকটে ইউপি উপ-স্বাস্থ্য কেন্দ্র, ইউপি অফিস এবং আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়। প্রতিদিন শত শত স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী নদী পার হয়ে শিক্ষা প্রতিষ্টানে যেতে হয়। স্থানীয় নারী পুরুষ চিকিৎসা, ইউনিয়ন পরিষদে জরুরী কাজকর্মসহ ব্যবসা-বানিজ্য ও হাটবাজার করতে স্থানীয় বাজার এমনকি নবীগঞ্জ সদরে আসতে হয়। গ্রামে নেই পর্যাপ্ত পরিমানের বিদ্যুৎ ব্যবস্থাও। তার মধ্যে যুগ যুগ ধরে ওই এলাকার ছাত্র-ছাত্রী, চাকুরীজীবি, নানা শ্রেণী-পেশার অগণিত মানুষ নিত্য প্রয়োজনে নদী পারাপার হতে হয় জীবনের ঝুকি নিয়ে। বিশাল এই জনগোষ্ঠির জন্য ওই নদীর উপরে নেই কোন সেতু। তাদের জীবন বর্ষায় নৌকা এবং হেমন্তে বাশের সাকো নিয়েই আষ্টেপৃষ্টে বাধা। একটি সেতুর অভাবে অবহেলিত এই জনপদের মানুষের দুঃখের যেন শেষ নেই। তাদের দুঃখ, দুর্দশা দেখে মনে হয় তারা স্বাধীন বাংলাদেশের বাহিরে কোন দ্বীপে বসবাস করে আসছে। দীর্ঘদিন যাবৎ এ অঞ্চলের মানুষ স্থানীয় ইউপি পরিষদ সংলগ্ন স্থানে এবং চেয়ারম্যান গেইট নামক স্থানে দু’টি সেতু নির্মাণের জন্য। সেতু দু’টি নির্মাণ হলে ৩টি গ্রামের পাশাপাশি বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বেশ ক’টি গ্রামের হাজার হাজার লোকের চলাচলে সুবিধা হবে। গ্রামের ছেলে-মেয়েদের বিবাহ অনুষ্টানেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। মুর্মুষ রোগী নিয়ে দ্রুত সেতুর অভাবে হাসপাতালে পৌছা সম্ভব না হওয়ায় ভোগান্তির শিকার হয়ে অনেক রোগীকে মৃত্যুও বরণ করতে হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার সীমা নেই। এলাকাবাসী অতিসত্ত্বর সাকোয়া এলাকায় শাখা বরাক নদীতে সেতু নির্মাণের দাবী জানিয়েছেন।