Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নারী ও শিশুদের উন্নয়নে এলসিবিসিই এর ত্রৈমাসিক রিভিউ সভা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নারী ও শিশুদের উন্নয়নে এলসিবিসিই এর ত্রৈমাসিক রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে। “ইউনিসেফ”-বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়নাধীন “লোকাল ক্যাপাসিটি বিল্ডিং এন্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট (এলসিবিসিই)” এর ত্রৈমাসিক রিভিউ সভা গতকাল হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকারের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক এর পরিচালনায় জেলা পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, মাধুবপুর, উপজেলা ভাইস চেয়ারম্যান, মাধুবপুর, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা), বানিয়াচং, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ ও ইউনিসেফ প্রতিনিধি উক্ত সভায় উপস্থিত ছিলেন। সভায় নারী ও শিশুদের উন্নয়নে জেলার সরকারী ও বেসরকারী সংগঠনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপ-পরিচালক স্থানীয় সরকার, হবিগঞ্জ-এর অনুরোধক্রমে জেলা এলসিবিসিই কর্মকর্তা বিশ্বজিৎ দত্ত ২০১৪ সালে স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন (এলসিবিসিই) কার্যক্রমের অগ্রগতি ২০১৫ সালের কর্ম পরিকল্পনা সম্বলিত কার্যপত্রের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।
সভায় জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, এলসিবিসিই কর্মসূচীর মাধ্যমে শিকড় থেকে নারী ও শিশুদের সমস্যাগুলো চিহ্নিত করে এবং এই সমস্যাগুলো নিরসণ করতে ইউনিসেফ-বাংলাদেশ কাজ করে থাকে। মানসিক দিক থেকে নারী ও শিশুরা যাতে অবহেলিত না হয় সে জন্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত জনপ্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তাদেরকেও নজর রাখার জন্য তিনি অনুরোধ করেন।