Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের ইকরাম ও সাঙ্গর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৩টি স-মিল সীলগালা

কাজী মিজানুর রহমান ॥ বানিয়াচং উপজেলার ইকরাম ও উত্তর সাঙ্গরে লাইসেন্স না থাকায় ৩টি স-মিল বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ কে এম সাইফুল আলম ও বন কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরীর নেতৃত্বে ইকরাম বাজার ও উত্তর সাঙ্গর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় ইকরাম বাজারে অবস্থিত মহিবুর হোসেন চৌধুরী একই বাজারের রুবেল ও উত্তর সাঙ্গর বাজারের কাজী স-মিলে অভিযান চালায়। অভিযানকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কারখানা পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। কিন্তু প্রতিষ্ঠানের মালিকগণ ট্রেড লাইসেন্স ও বন-বিভাগের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি। এ সময় অবৈধভাবে স-মিল পরিচালনার অভিযোগে মালামাল জব্দ করে ৩টি স-মিলকেই সীলগালা করে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতে সহযোগীতা করেন সুজাতপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোঃ আবুল বাশার।