Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ব্রিক ফিল্ডে কয়লার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে কাঠ ॥ দূষিত হচ্ছে পরিবেশ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের এনি ও অনিক ব্রিক ফিল্ডে কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে কাঠ। এতে এলাকায় পরিবেশ দূষন ঘটছে। সরকারি নিয়মমতে ব্রিক ফিল্ড গুলোতে কয়লা ব্যবহারের কথা থাকলে ঐ দুই ব্রিক ফিল্ডের মালিক সরকারি নিয়মনীতি না মেনে চোরাই কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। এতে সংরক্ষিত বনের গাছ কেটে চোরেরা এনি ও অনিক ব্রিক ফিল্ডে চোরাই কাঠ সরবরাহ করছে। এতে পরিবেশ দূষনের পাশাপাশি সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। এলাকাবাসী জানান, ব্রিক ফিল্ডগুলোতে কাঠ জ্বালানোর ফলে আশপাশের বাড়িঘরের শিশু, বৃদ্ধরা শ্বাস কষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এলাকাবাসী এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে আবেদন করে এর সুফল পায়নি। এনি ও অনিক ব্রিক ফিল্ডে আশপাশের জমির মাটি কেটে সরবরাহ করছে এক শ্রেণির অসাধু মাটি ব্যবসায়ীরা। চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের পাশে গড়ে উঠেছে এসব ব্রিক ফিল্ড। মাটি ব্যবসায়ীরা ট্রাক্টরযোগে এসব ব্রিক ফিল্ডে মাটি সরবরাহ করছে। ফলে সড়কের যাত্রীবাহী যানবাহন গুলোর যাত্রীরা ধুলাবালির হাত থেকে বাচঁতে নাকে রুমাল দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এসব দেখেও না দেখার ভান করছে স্থানীয় প্রসাশন।