Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী আর নেই ॥ শোক

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরৗ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বাস থেকে নামার সময় পিছন থেকে আরেকটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার লাশ পিজি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জগলুল আহমেদ চৌধুরৗ জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক শোকবার্তায় জগলুল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
হবিগঞ্জের কৃতি সন্তান জগলুল চৌধুরী সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
এছাড়া হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি শামীম আহছান, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।