Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লেবানন পাঠাতে ভিটে বিক্রি করে ৬০ হাজার টাকা ও মেয়েকে দালালের হাতে তুলে দিয়েছিল মা-বাবা ॥ ২ বছরেও সন্ধান নেই মাধবপুরের রূপালীর

মাধবপুর প্রতিনিধি ॥ দীর্ঘ দু’টি বছর অতিবাহিত হলেও মাধবপুরের রূপালীর সন্ধান পাচ্ছে না তার মা বাবা। ভিটে বাড়ি বিক্রি করে দালাল উমেদ আলী (উমেদ) এর কাছে ৬০ হাজার টাকা ও রূপালীকে তুলে দিয়েছিল মা-বাবা। এর পর থেকে রূপালীর কোন খোজ খবর পাচ্ছেনা তারা। কোথায় কিভাবে আছে তা-ও জানেনা রূপালীর মা-বাবা। নিখোঁজ থাকা রূপালীর বাড়ি মাধবপুরের চৌমুহনী ইউনিয়নের রাজাপুর গ্রামে। সে ওই গ্রামের মন্নর আলী মেয়ে। আর দালাল উমেদ আলীর বাড়ি ধর্মঘরে। সে মালু মিয়ার ছেলে। রূপালীর মা নুরবানু জানান-প্রায় ২ বছর পূর্বে রূপালিদের পাশের বাড়ির আছমা বেগমকে লেবানন পাঠায়। তখন সময়ে রূপালির পিতা-মাতার সঙ্গে উমেদের পরিচয় হয়। উমেদ রূপালিকে দেখে তাকে লেবানন পাঠানোর প্রস্তাব দেয়। রূপালির মা-বাবা টাকা পয়সা নাই বলে প্রস্তাব ফিরিয়ে দেয়। উমেদ তাদেরকে বসত ভিটি বিক্রয় করে ৬০ হাজার টাকা দিলে সাড়ে ১০ হাজার টাকা বেতনে রূপালিকে লেবানন পাঠাবে বলে মৌখিক চুক্তি করে। এতে উদ্বুদ্ধ হয়ে রূপালির মা-বাবা বসত বাড়ির ৪ শতক ভূমি বিক্রয় করে ৬০ হাজার টাকা উমেদকে প্রদান করে। উমেদ টাকা পেয়ে রূপালির নামে পাসপোর্ট করিয়ে নেয়। প্রায় ২ বছর পূর্বে উমেদ রূপালিদের বাড়িতে গিয়ে ফ্লাইটের তারিখ ঠিক হয়েছে বলে জানায় এবং ফ্লাইটের আগের দিন রূপালিকে একা ঢাকায় নিয়ে যায়। এরপর থেকে রূপালির সঙ্গে তার পিতা-মাতা সহ পরিবারের লোকদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তারা উমেদকে রূপালির কথা জিজ্ঞেস করলে সে লেবাননে চুরি করতে গিয়ে ধরা পড়েছে বলে জানায় উমেদ। রূপালির মা নুরবানু আরো জানান, দালাল উমেদের কথায় বিশ্বাস করে বাড়ির ভিটি বিক্রি করে উমেদকে টাকা দিয়ে এখন বাড়ি ও মেয়ে উভয়কেই হারিয়েছি। উমেদকে জিজ্ঞেস করলে রূপালি চুরি করছে বলে ধমক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে মোবাইল ফোনে উমেদের সঙ্গে যোগাযোগ করলে উমেদ সাংবাদিকদের জানায় রূপালিকে লেবানন পাঠানো হয়েছে। ৪ মাস পরে বাড়িতে আসবে। এদিকে রূপালির কোনো খোঁজ খবর না পেয়ে খেয়াল হারিয়ে ফেলেছে তার বৃদ্ধ পিতা ও ভিখারী মা। তারা প্রশাসনের মাধ্যমে উমেদের কবল থেকে রূপালিকে ফিরে পেতে চায়।