Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাহাত চৌধুরীর মৃত্যুতে শোক সভা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম এডভোকেট সামছুল আলম চৌধুরী রাহাত এর মৃত্যুতে প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সন্ধ্যায় শোক সভা ও দোয়া মাহিফল অনুস্টিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকুর পরিচালায় সভায় বরণ্যে সাংবাদিক রাহাত চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ আমির হোসেন, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহসান, দৈনিক স্বদেশ বার্তার সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন, দৈনিক এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, বাংলা বাজার প্রতিনিধি আব্দুল বারি লস্কর, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, এডভোকেট আব্দুল হাই, সমকাল প্রতিনিধি শোয়েব চৌধুরী, আমাদের সময় প্রতিনিধি রুহুল হাসান শরীফ, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি চৌধুরী মোঃ ফরিয়াদ, ভোরের কাগজ প্রতিনিধি সফিকুল আলম চৌধুরী, দৈনিক খবর প্রতিনিধি নূরুজ্জামান ভূইয়া মামুন, ইন্ডেপিন্ডেট প্রতিনিধি নূরুজ্জামান চৌধুরী শওকত, করতোয়া প্রতিনিধি টিপু চৌধুরী, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, অপু চৌধুরী,  মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া প্রমুখ।
শোক সভায় বক্তারা মরহুম সাংবাদিক রাহাত চৌধুরীকে একজন সৎ ও নিষ্টাবান ব্যক্তি উল্লেখ করে বলেন-তার সততা ও নিষ্টা ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রানিত করবে। বক্তারা হবিগঞ্জ প্রেসক্লাব উন্নয়নে রাহাত চৌধুরীর অবদানের কথা স্মরণ করে বলেন-সাংবাদিকতা পেশার মান অক্ষুন্ন রাখতে তিনি সকল ভয়ভীতির উর্ধ্বে থেকে আমৃত্যু চেষ্টা চালিয়ে গেছেন। বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের সাংবাদিকরা রাহাত চৌধুরীর জীবন আদর্শকে অনুসরণ করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
শোক সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুফতি আশরাফুল ওয়াদুদ।