Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আহমদাবাদ ইউনিয়নে সেনিটেশন প্রকল্প পরিদর্শনে তিউনিশিয়ার প্রতিনিধি দল

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আহমদাবাদ ইউনিয়নে স্থাপিত সেনিটেশন প্রকল্প পরিদর্শন করেছেন তিউনিশিয়ার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা। গতকাল সকালে তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের রিজিওনাল কর্মকর্তা গড ফ্রাইডা কিমেন্ট’র নেতৃত্বে ১২ সদস্যে প্রতিনিধি দলকে স্বাগত জানান ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু ও ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ প্রতিনিধি রোকেয়া রহমান। ওই প্রতিনিধি দল ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থাপিত অপসেট লেট্রিন স্থাপন প্রকল্প ঘুরে দেখে এসে ইউনিয়ন কমপ্লেক্স মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন, তিউনিসিয়ার আলফ্রেড সেকারো, কারলি  লিমু, রেমেজিয়াম সাংগু, স্টিবেন কিবরিটি, হিবাট কিবাংগা, ডুরুমেয়া মুলাশানি, থেরেসাইয়া কিউট, এনিতিকে মাউয়াকিতালিমা, মিস ইম্মানুলা সাফারি, কাপুসু মুয়ামবুলি, আশার মাঠ কর্মী শামীম আহম্মদ, ইউনিয়ন পরিষদের সচীব, সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মত বিনিময় সভা শেষে তিউনিসিয়ার প্রতিনিধি দল সে দেশের একটি উপহার তুলে দেন চেয়ারম্যান সনজু চৌধুরীর হাতে।