Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং-আজমিরীগঞ্জ উন্নয়নের রূপকার এমপি আব্দুল মজিদ খানের বিরুদ্ধে কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ-বিক্ষোভ মিছিল

বিজ্ঞপ্তি ॥ গত শনিবার বিকাল ৪ টায় বানিয়াচঙ্গ উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর বাজারে আওয়ামীলীগের উদ্যোগে এক বিরাট প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। সমাবেশ কুৎসা রটনাকারী ব্যক্তিদের বক্তব্য প্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় এবং ওই সমস্ত বিতর্কিত ব্যক্তিদের বড়ইউড়ি ইউনিয়নের অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ফরিদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তাগণ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে যখন আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে অবহেলিত বানিয়াচং-আজরিমীগঞ্জকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখনই অতিলোভী ব্যক্তিরা তার উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে কুৎসা রটনা ও মিথ্যা বক্তব্য প্রচার করে দেশী বিদেশী কুচক্রী মহলের মদদে হাটে নয়, মাঠে নয়, গ্রামে নয়, বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনীয় এলাকার বাইরে জৈনিক ব্যক্তির বাসার ছাদে বসে মিটিং করে, বাসার সামনে মিছিল করে। এই সমস্ত বিতর্কিত ব্যক্তিদের সাথে বড়ইউড়ি ইউনিয়ন তৃণমূল আওয়ামী পরিবারের কোন নেতাকর্মীর সম্পর্ক নেই। ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সর্তক থাকার জন্য আওয়ামী পরিবারের সকলের প্রতি আহ্বান জানান। এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়নের রূপকার আব্দুল মজিদ খান এমপিকে পূনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আব্দুল মোত্তাব্বির তালুকদার, ডাঃ সফি উদ্দিন সফি, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবশে বিষয়ক সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ এমদাদুল হক শাহীন, বানিয়াচং উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিয়ষক সম্পাদক সৈয়দ মেহেরুল হক নোমান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ এয়াওর মিয়া, তালেবর মেম্বার, ওমর আলী, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক কামাল মিয়া, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ লুৎফুর রহমান, অর্থ সম্পাদক আরজু মিয়া, আওয়ামীলীগ নেতা শেবুল মিয়া, হেলাল মিয়া, আব্দুল মজিদ, ইউছুব মিয়া, আব্দুস শহীদ, ধন মিয়া, অজুদ মিয়া, আব্দুল হাসিম, সিরাজুল মিয়া, আলতাবুর রহমান, আফজল মিয়া, কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক হারুন মিয়া, কৃষকলীগ নেতা নিজাম মেম্বার, যুবলীগ সভাপতি মোঃ শাহজান মিয়া, সহ-সভাপতি আকিকুর রহমান সেলিম, যুবলীগ নেতা মিজানুর মিয়া, হালিম মিয়া, এমদাদুল হক সুজন, সামিউর রহমান, আলমগীর, কাউছার, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আব্দুল মোছাদ্দির, বৃন্দাবন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফয়সল মিয়া, বড়ইউড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল আখজি, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মিঠু, ছাত্রলীগ নেতা জুনায়েদ আহমেদ, হোসাইন আহমেদ, সাদিকুর রহমন, আবুল খয়ের, রফিউল ইসলাম সোহাগ, আল-মামুন, আসাদুর রহমান, সৈয়দ মঞ্জুরুল হক দিমান, কামাল হোসেন, পারভেজ মিয়া, তারেক মিয়া, অসিম, মোর্শেদ, আমির হোসেন, হাফিজুর রহমান প্রমূখ। সমাবেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।