Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে গৃহবধূ নির্যাতনের অভিযোগে শ্বশুর গ্রেফতার

কাজী মিজানুর রহমান ॥ যৌতুকের দাবীতে এক গৃহবধূকে স্বামী ও শ্বশুর পিটিয়ে শিশু কন্যাকে রেখে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে। এ ঘটনায় পুলিশ শ্বশুর গিয়াস উদ্দিনকে আটক ও শিশু কন্যাকে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামে।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আউশপাড়া গ্রামের সফিক মিয়ার কন্যা শেফা আক্তারের সাথে প্রায় দেড় বছর পূর্বে বিয়ে হয় নবীগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মঈন উদ্দিনের। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে স্বামী ও শ্বশুর বিভিন্নভাবে গৃহবধূ শেফাকে নির্যাতন করে আসছে। নির্যাতন সহৃ করতে না পেরে পিত্রালয় থেকে বিভিন্ন সময় নগর টাকা নিয়ে দেয়। ইদানিং যৌতুকলোভী মঈন উদ্দিন আবারও শেফাকে যৌতুকের জন্য চাপ দেয়। কিন্তু দিতে না পারায় মঈন উদ্দিন ক্ষিপ্ত হয়ে উঠে। গত বৃহস্পতিবার যৌতুক নিয়ে মঈন উদ্দিন ও শেফা আক্তারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী মঈন উদ্দিন ও শ্বশুর গিয়াস উদ্দিন তাকে মারধোর করে মারাত্মকভাবে আহত করে। এ পর্যায়ে ৯ মাসের শিশু কন্যা মুন্নি আক্তারকে রেখে শেফাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় শেফা আক্তার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়।
এদিকে গতকাল দুপুরে শেফা আক্তার বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে স্বামী মঈন উদ্দিন ও শ্বশুর গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে গতকাল বিকেল ৩টার দিকে শেফার শ্বশুর গিয়ান উদ্দিন হবগিঞ্জ সদর থানার এসআই ইব্রাহিম গিয়াস উদ্দিনকে শিশুসহ গ্রেফতার করে। পরে শিশু মুন্নি আক্তারকে তার মায়ের হেফাজতে দেয়া হয়।