Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে স্কয়ার টেক্সটাইলে সংঘর্ষের ঘটনায় ২টি মামলা

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার শিল্পাঞ্চলে স্কয়ার গ্র“পের নির্মানাধীন টেক্সটাইল মিলস কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশ এসল্টসহ চাঁদাবাজি মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে মাধবপুর থানার এসআই মোজাফফর হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য গত মঙ্গলবার দুপুরে স্কয়ার গ্র“পের কর্মকর্তা-কর্মচারিরা তাদের সীমানা প্রাচির সংলগ্ন স্থানীয় বাসিন্দা শহিদ মিয়া, ইসমাইল মিয়া ও হাছন আলী চৌধুরীর প্রায় ১ একর ভূমি জবর দখল করতে গেলে সংঘর্ষ বাধে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫৭ রাউন্ড শর্টগানের গুলি ও ১৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়। এ সময় ৪ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়। এ ঘটনায় বুধবার ভোর রাতে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন বাদী হয়ে শহিদ মিয়া, ইসমাইল মিয়া, হাছন আলী চৌধুরী, ইব্রাহীম, লিটন, আক্কাস, ফরহাদসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও আঘাত করার অপরাধে মামলা দায়ের করেছেন। এদিকে মিলের মানব সম্পদ কর্মকর্তা ইফতেকার সুয়াইব বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে চুরি ও চাঁদাদাবির ঘটনায় বুধবার সকালে অপর একটি মামলা দায়ের করেছেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, এলাকার সাধারন লোকজন চরম আতংকে দিনাতিপাত করছেন। তারা জানান, শিল্পের মালিক পক্ষের পছন্দনীয় ভূূমি তাদের অনুকুলে ছেড়ে না দিলেই চাঁদাবাজীসহ বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা সহ কখনো কখনো শারীরিক নির্যাতনও করা হয়।