Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার আইন বাস্তবায়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার আইন বাস্তবায়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এনজিও সীমান্তিক তামাকমুক্ত সিলেট প্রকল্পের আয়োজনে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ ও মৌলভী বাজার জেলার সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা  অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ। বিশেষ অতিথি ছিলেন- সীমান্তিক তামাকমুক্ত সিলেট প্রকল্পের মিডিয়া অফিসার মোঃ মুরাদ বক্স ও হবিগঞ্জ জেলা ফিল্ড অফিসার সৈয়দ হামিদ আহাম্মদ। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন-সীমান্তিক তামাকমুক্ত সিলেট প্রকল্পের এডভোকেসী অফিসার মোঃ মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের সম্পাদক মোঃ ফজলুর রহমান, সমকাল জেলা প্রতিনিধি শুয়েব চৌধুরী, এটিএন বাংলা’র হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালীম, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, দৈনিক আয়না সম্পাদক রাশেদ আহম্মেদ খান, বাংলানিউজ ২৪ এর জেলা প্রতিনিধি জিয়া উদ্দিন দুলাল, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জি টিভির জেলা প্রতিনিধি মোঃ নুর উদ্দীন, ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, মৌলভীবাজারের সাংবাদিক মোজাহিদ আহম্মেদ ও হ্যাপি আক্তার প্রমূখ।