Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পৌর এলাকার উন্নয়নের অগ্রযাত্রাকে প্রতিহত করতে মেয়র জিকে গউছকে মামলায় জড়িয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার ৩য় দফা চার্জশীট থেকে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের নাম প্রত্যাহারে দাবীতে হবিগঞ্জ পৌর এলাকার বিশিষ্ট মুরুব্বিাদের সমন্বয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ পৌরবাসীর উদ্যোগে শায়েস্তানগর এলাকার বিশিষ্ট মুুরব্বি সরদার শহিদুর রহমান লাল মিয়ার সভাপতিত্বে ও অনন্তপুর এলাকার মুরুব্বি নুরুল ইসরাম নানুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন-হবিগঞ্জ পৌরসভা একটি আধুনিক নগরীতে ও যুগোপযোগী শহর হিসেবে গড়ে তুলতে মেয়র জি কে গউছ দিন রাত অকান্ত পরিশ্রম করে চলেছেন। কিন্তু তার এই উন্নয়নের অগ্রযাত্রাকে বার বার প্রতিহত করতে এবং তাকে থামিয়ে দিতে মামলার নামে হয়রানী করতে চায় বিভিন্ন মহল। বক্তারা বলেন-বিগত ১০ বছর সময়কালে কিবরিয়া হত্যা মামলায় অনেকের নাম উচ্চারিত হলেও সদ্য দাখিলকৃত চার্জশীট ব্যাতিত কখনো মেয়র জি কে গউছের নাম উচ্চারিত হয়নি। তাই আমাদের দৃঢ় বিশ্বাস হবিগঞ্জ পৌরসভার সাম্প্রতিককালের সিরিজ উন্নয়ন কার্যক্রমে যাদের গাত্রদাহ সৃষ্টি হয়েছে তারাই তাদের হীন স্বার্থ হাসিল করতে এই চার্জশীট করিয়েছে।
সভায় আগামী ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শহরের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা করার সিদ্ধান্ত নেয়া হয়। ওই মানববন্ধন কর্মসূচীকে সফল করতে হবিগঞ্জবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-হাজী মোঃ নুর মিয়া, সুবেদার আব্দুল মতিন, মোঃ ফজলুর রহমান লেবু, কাজী মরাই মিযা, মোঃ সামছু মিয়া, এম জি মুহিত, আকলাছ মিয়া, নজরুল ইসলাম সিদ্দিকী ফারুক, নাজমুল হাসান বচ্চু, আলহাজ্ব আফতার উদ্দিন ফরহাদ, মোঃ আব্দুল ওয়াহেদ, এম জি মওলা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মুসলিম উদ্দিন, নিয়াজুল বর চৌধুরী, এডঃ এস এম বজলুর রহমান, গোলাম রাব্বানী সিতু, মোঃ দুদু মিয়া, ফারুক মিয়া, আব্দুল হক, মোঃ মধু মিয়া, হাজী আব্দুল হেকিম, সিরাজ মিয়া, আব্দুল আজিজ, সেলিম মিয়া, এম ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, মোঃ আব্বাস উদ্দিন, আলহাজ্ব মাওলানা গোলাম সাওয়ার আলম, নুরুল আনাম খান টিপু, আজিজুর রহমান কাজল প্রমুখ।