Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলের বিভিন্ন স্থানে অবৈধ ওয়েল্ডিং ওয়ার্কশপে অবৈধ বিদ্যুৎ সংযোগ

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে হাটবাজারে অবৈধভাবে সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বিহীন গড়ে উঠেছে ওয়েল্ডিং ওয়ার্কশপ। আবার সেখানে অবৈধভাবে সংযোগ দেয়া হয়েছে বিদ্যুৎ। ক্যাপাসিটির বাইরে বিদ্যুৎ সংযোগ দেয়ায় ওইসব এলাকায় কম ভোল্ডেজের বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। কোন কোন সময় দেখা যায় সংশ্লিষ্ট এলাকায় ট্রান্সমিটার বিকল হয়ে পড়ে। এমনিতেই বিদ্যুতের লোডশেডিং এর কারণে জন জীবন অতিষ্ট। হয়েছে জনজীবনে নাভিশ্বাস। এদিকে ওয়েল্ডিং ওয়ার্কশপে বিকট শব্দে বাসা বাড়ির বাসিন্দা ও ছাত্রছাত্রীদের পড়ালেখায় মারাত্মক রূপে ব্যাঘাত ঘটছে।
বাহুবল উপজেলার বাহুবল বাজার, হামিদনগর, হাসপাতাল এলাকা, ডুবাঐ বাজার, পুটিজুরী, মিরপুর, গোসাই বাজার, মানিকা বাজার, নন্দনপুর বাজার এলাকায় এসব ওয়ার্কশপ দোকান স্থাপন করা হয়েছে। এসব দোকানে সাধারণ আবাসিক ও বাণিজ্যিক লাইনের বিদ্যুৎ ব্যবহার করেই ওয়ার্কশপের কাজ চালিয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আবার বিদ্যুৎ কর্তৃপক্ষের মতে বাণিজ্যিক লাইন থেকে এরকম ওয়েল্ডিং কারখানায় বিদ্যমান সরবরাহকৃত বিদ্যুৎ ব্যবহারের নিয়ম নেই। এর জন্য আলাদা ট্রান্সমিটার সম্বলিত লাইন সংযোগ নিতে হয়। এমনকি ওইসব দোকানের পরিবেশ ছাড়পত্রও নেই। নেই কোন সরকারি অনুমোদন। অথচ দীর্ঘদিন ধরে ওইসব কারখানা চলে আসলেও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদৌ কোন নজর নেই।