Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক এম.এ রবের মৃত্যু বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক এম.এ রব এর ৩৮ এর মৃত্যু-বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্ধর্ষ গেরিলা বাহিনী প্রধান শহীদ জগৎজ্যোতি দাসের ৪৪ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল রবিবার বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে।
১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি কমপ্লেক্স মিলনায়তনে বানিয়াচং তথা বাংলাদেশের কৃতিসন্তান মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এম.এ রব বীর উত্তম এর ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ জগৎজ্যোতি দাস স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না। স্মৃতিচারণ করে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা ইউনুছ উল্লা, মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, মুক্তিযোদ্ধা রাশিদুল হাসান চৌধুরী কাজল প্রমুখ।
সভায় বক্তারা এম.এ রব এর জন্ম-মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের আহবান জানিয়ে অপর দুর্ধর্ষ গেরিলা বাহিনী দাস পার্টির প্রধান শহীদ জগৎজ্যোতি দাসকে সর্বোচ্চ খেতাব বীর উত্তম ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় রবিবার শহীদ জগৎজ্যোতি দাস শ্যাম এর ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় স্মৃতি সংসদ এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।