Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কিবরিয়া হত্যা মামলার চার্জশীট উদ্দেশ্য প্রনোদিত ও রাজনৈতিক-জেলা শ্রমিকদল

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশীটে ষড়যন্ত্রমুলকভাবে ও রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা, সিলেটের সিটি মেয়র আরিফুল হক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছকে সম্পৃক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হবিগঞ্জ জেলা শ্রমিকদল নেতৃবৃন্দ। গতকাল এক বিবৃতিতে জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনু, সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী সোহেল, আব্দুল হান্নান ও সুকুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, রতন আনসারী, সোহেল এ চৌধুরী, সহ-সাধারন সম্পাদক আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন, হাজী আব্দুল ওহাব বাবুল, আব্দাল মিয়া, আব্দুল কাইয়ুম, সেলিম মিয়া, শেখ আব্দুল হান্নান, মোঃ জয়নাল আবেদীন, আব্দুল হাদী সোহাগ, সাইফুল আলম রাজু, শেখ রহমত আলী, ফুহাদ চৌধুরী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- মেয়র জি কে গউছ কিবরিয়া হত্যা মামলার সাথে জড়িত ছিলেন না। ওই সময় তিনি পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আররে অবস্থান করছিলেন। কিন্ত তারপরও ষড়যন্তমুলকভাবে ও রাজনৈতিকভাবে হয়রানী করার উদ্দেশ্যেই এই মামলায় অর্ন্তভূক্ত করা হয়েছে। অবিলম্বে এই মামলা থেকে তাদেরকে পুনঃতদন্তের মাধ্যমে অব্যাহতি দিতে হবে।