Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে লন্ডনী ভাগ্নিকে নিয়ে ২ ভাইয়ের মধ্যে টানাহেচড়া

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে লন্ডনী ভাগ্নিকে নিয়ে দুই ভাই টানাহেচড়া করছেন। এক ভাই দাবী করছেন তার ছেলের সাথে কয়েক বছর আগে ওই মেয়ের বিয়ের চুক্তি রয়েছে। অতি সম্প্রতি অপর ভাই ওই কণ্যার বিয়ে অন্যত্র ঠিক করেছেন। এ নিয়ে গত রোববার রাতে আউশকান্দি গ্রামে নজমুল মিয়ার বাড়িতে সালিস বৈঠক হয়েছে। লন্ডনী কন্যার বাড়ি নবীগঞ্জের মুরাদপুর গ্রামে। কন্যার মামার বাড়ি আউশকান্দি গ্রামে।
সালিস বৈঠক সূত্রে জানা গেছে-৪/৫ বছর আগে ওই লন্ডনী কণ্যার মামাতো ভাই আউশকান্দি গ্রামের হাজির মিয়ার ছেলে হায়দার মিয়ার সাথে বিয়ের কথাবার্তা পাকাপোক্ত করা হয়। এর কিছু দিন পর হায়দার মিয়া গ্রীস চলে যায়। গত ১ নভেম্বর ওই কণ্যাকে নিয়ে মা দেশে আসেন। দেশে আসার পর মেয়েকে নিয়ে মা তার ভাই আউশকান্দি গ্রামে নাজমুল মিয়ার বাড়িতে যান। নাজমুল মিয়া তার ভাগ্নিকে একই এলাকার উমরপুর গ্রামের জনৈক মেম্বার পুত্রের কাছে বিয়ে দেয়ার প্রতিশ্র“তি দিয়ে ১০লাখ টাকা আদায় করেন। গতকাল সোমবার বিয়ে হওয়ার কথা ছিল। এদিকে এ খবর শুনে নাজমুল মিয়ার ভাই হায়দার মিয়ার পিতা হাজির মিয়া গ্রামের লোকজন জড়িত করেন। নাজমুল মিয়ার বাড়িতে এ সালিস বৈঠক বসে। এতে আউশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার বকুল মিয়াসহ গ্রামের বিশিষ্ট মুরুব্বিগণ উপস্থিত ছিলেন। বৈঠকে হাজির মিয়া তার ছেলের সাথে আগে ওই মেয়ের বিয়ে হয়েছে বলে উল্লেখ করেন। এ সময় হাজির মিয়ার ভাই নাজমুল মিয়া ১০ লাখ টাকা আনার কথা স্বীকার করেন। এ অবস্থায় উপস্থিত মুরুব্বিগণ ওই ১০লাখ টাকা প্রয়োজনে গ্রামবাসী ফেরত দিবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। পরে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্যগণ লন্ডনী কণ্যাকে বুঝিয়ে হায়দার মিয়ার ঘরে তুলে দেয়ার ব্যবস্থা করবেন। এ ব্যাপারে বকুল মেম্বারের সাথে আলাপ হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।