Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের রাজনগরে সেনা সদস্যের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগরে এক সেনা সদস্যের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। এতে তার চাচাতো ভাই বাদী হয়ে সেনা সদস্য মোঃ তাজুল ইসলাম ও তার ভাই হাবিবুর রহমান হবিকে আসামী করে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরনে জানা যায়, হবিগঞ্জ পৌর এলাকার রাজনগর বাইপাস সংলগ্ন মো: সিরাজুল ইসলামের ভোগদখলে থাকা কিছু ভূমির মূল্য বৃদ্ধি পাওয়ায় তার ভাই মৃত নূরুল ইসলামের ছেলে সেনা সদস্য তাজুল ইসলাম ও হাবিবুর রহমান হবি দখল করার পায়তারা চালিয়ে যাচ্ছে। যে কোন সময় তারা সিরাজুল ইসলামের স্বত্বদখলীয় জায়গা দখল করে নিতে পারে বলে মামলায় উল্লেখ করা হয়।
এ ব্যাপারে সিরাজুল ইসলামের ছেলে মামলার বাদী সফিকুল ইসলাম জানায়, আমাদের পরিবারের সবাই ধার্মিক মনোভাবের। আমরা ছোটবেলা থেকেই মাদ্রাসায় লেখাপড়া করেছি। বিবাদীগন আমাদের সরলতার সুযোগে আমাদের জমি দখল করার পায়তারা করছে। মামলায় উল্লেখিত প্রধান আসামী তাজুল ইসলাম সেনা বাহিনীতে চাকুরি করার সুযোগে ছুটিতে বাড়িতে আসলে ওই ভূমি দখল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এব্যাপারে সফিকুল ইসলাম বাদী হয়ে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। যাহার নং ১০২৬/১৪ইং। পরে আদালত হবিগঞ্জ সহকারি কমিশনার (ভূমিকে) তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন এবং আইন শৃংখলা বজায় রাখার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। এ আদেশের প্রেক্ষিতে হবিগঞ্জ সদর থানার এএসআই নাঈম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলার রায় হওয়ার আগ পর্যন্ত নালিশীয় ভূমিতে কোনরূপ দখল জোরদস্তি না করার জন্য বিবাদীগনকে আদেশ দেন।