Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাজিউড়া ইউনিয়নের ফেয়ারা ভাঙ্গা গুড়িয়াখাল খনন ও সুইচ গেইট স্থাপনের প্রতিবাদে প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়নের ফেয়ারা ভাঙ্গা গুড়িয়াখাল খনন ও সুইচ গেইট স্থাপনের প্রতিবাদে স্থানীয় কয়েকটি গ্রামবাসী উদ্যোগে সাধুর বাজারে গতকাল এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পাটলী গ্রামের সাবেক মেম্বার আলম উল্লাহ সভাপতিত্বে এবং আলমগীর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য-রাখেন সাবেক মেম্বার হাজী জহরুল ইসলাম, হাজী আলতাফ আলী, তাজ উদ্দিন, জহুর আলী, হাজী আব্দুর রহিম, চাঁন মিয়া সর্দার, নিখিল দাস, খন্দকার এখলাছুর রহমান, বিশিষ্ট মুরুব্বী সিরাজুল ইসলাম, সাস্থ মিয়া, কদ্দুছ মিয়া, রুখন উদ্দিন, আলা উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, খাল খনন ও সুইচ গেইট নির্মাণ হলে এলাকার নিচু জমিগুলোর ব্যাপক ক্ষতি হবে এবং ওই জায়গা সাভিয়ার করতে আসলে যে কোন মূল্যে প্রতিহত করা হবে। সাবেক মেম্বার হাজী জহরুল ইসলাম জানান, সমবায় সমিতি জাইকার মাধ্যমে খাল খনন করে সুইচ গেইট নির্মাণ হলে গদাইনগর পূর্ব পশ্চিম, আব্দুর রহিমপুর, পাটলী, সুখচর, সাধু বাজার, যাত্রা বড়বাড়ী, বগলাখাল, খানলী, আলাপুর রায়ধর গ্রামের নিচু জমি এবং কবরস্থান, শ্মশানঘাট গরু চড়ানো মাঠ ক্ষতিগ্রস্থ হবে। সব দিক বিবেচনা করে খাল খনন বন্ধ করা উচিত।