Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলের মিরপুর চৌমুহনীকে যানজট ও বখাটে মুক্ত করার দাবিতে প্রতিবাদ সভা-মানববন্ধন

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মিরপুর চৌমুহনীকে যানজট ও যৌন হয়রানীকারী বখাটে মুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী সহ কয়েকশত সচেতন লোকজন অংশগ্রহণ করেন। চৌমুহনী ব্যবসায়ী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী মোতাব্বির হোসেন। মাওলানা আবু জাহিরের পরিচালনায় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন হাজী সামছুল হক মাস্টার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হাজী সামছুল আলম, প্রভাষক আইয়ূব আলী, প্রভাষক আব্দুল হাই ভূইয়া, মুক্তিযোদ্ধা আবু তাহের মুন্সী, জহিরুল আলম টিপু, জুনায়েদ আহমেদ মুন্সী, সোহেল আহমেদ ও সবুজ মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, মিরপুর চৌমুহনীতে কোন নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় দোকানপাঠের সামনে রাস্তায় যত্রতত্র সিএনজি টেক্সি দাঁড় করিয়ে রাখা হয়। এতে ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘœ ঘটে। এছাড়া দাঁড় করে রাখা সিএনজি টেক্সিী আশপাশে আশ্রয় নিয়ে বখাটেরা স্কুল, কলেজগামী ছাত্রীদের যৌন হয়রানী করে থাকে। এসব বিষয় বারবার প্রশাসনকে অবগত করলেও মিরপুর চৌমুহনীকে যানজট ও বখাটে মুক্ত করার কোন উদ্যোগ নেয়া হয়নি। যা স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি করেছে।
ওদিকে, প্রতিবাদ সমাবেশ শেষে এক মিরপুর চৌমুহনীর আশপাশের রাস্তায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ীসহ কয়েকশত সচেতন জনতা অংশগ্রহণ করেন।