Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশত আহত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে দু’দলের সংঘর্ষে অন্ততঃ অর্ধশত লোক আহত হয়েছে। জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গতকাল সকালে দুটি পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামের হাজী আলকাছ মিয়ার (৭৫) সঙ্গে জমি দখলকে কেন্দ্র করে একই গ্রামের মজনু মিয়ার (৪৮) দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। এরই জের ধরে দু’পক্ষের লোকজন গতকাল ভোর ৫টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ টেটা, ফিকল, লাঠিসোটাসহ বিভিন্ন দেশী অস্ত্র ব্যবহার করে। পরে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফীন জানান-পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফের সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে ফজর (৩৩), রাজন (৩০), ইসহাক (৩৮), অসীম (৩৫), খোদেজা (৩০), সিদ্দিক (৭০), নজরুল (৩০), হারিছ (৩০), রাজধর (৪৫), রশিদ (৪৫), হাসমত (৩০), আল আমিন (২৫), শাহিন (২৪), ফিরোজ (৩০), কামাল (২৮), ফজলু (৩৫), মজনু (৪৫), সুমন (৫০), মুখলেছ (২৫), আলকাছ (২২) ও মানিককে (১৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।