Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ মঙ্গলবার পবিত্র আশুরা

আজ মঙ্গলবার ১০ মহররম, পবিত্র আশুরা। ১৩৭৪ বছর আগে ৬১ হিজরির এই দিনে সংঘটিত হয়েছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিয়োগান্তক ঘটনা বা ট্র্যাজেডি। আশুরা উপলক্ষে নানা আয়োজনে আনুষ্ঠানিকতা পালন করছে মুসলমানরা। এ উপলক্ষ্যে রাজধানীর হোসনি দালান ইমামবাড়ায় চলছে জেয়ারত, মানত, ধর্মীয় পুস্তকের প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠান।
ইরাকের কারবালায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর প্রায় ১০০ জন সঙ্গী মৃত্যু ও রক্তের সাগরে ভেসে ইসলামকে দিয়ে গেছেন শাহাদতের সংস্কৃতির বাস্তব শিক্ষা। কারবালার এ বিপ্লব আধুনিক যুগে সংঘটিত ইরানের ইসলামী বিপ্লবসহ যুগে যুগে সব মহতী বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়েছে।
কারবালা প্রান্তরে ইমাম হেসেন ও তার পরিবারের সদস্যদের নিদারুণ কষ্টের স্মৃতিবিজড়িত মহররম মাস বিশেষ করে মহররমের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত শোক আর মাতমের দিন। দিনের বেলা, শোকার্ত অনুসারীরা মিছিল আর মর্সিয়ার সুরে স্মরণ করেন কারবালার সেই ঘটনা।
মূল মিছিলের মধ্য দিয়ে আজ মঙ্গলবার শেষ হবে এ পর্ব। মহররম ১০ তারিখের মূল মিছিলের জন্য মিছিলের আগেভাগেই নিয়ে রাখা হয়েছে প্রায় সব প্রস্তুতি। অনেকে আবার মহড়া সেরে নিচ্ছে মিছিলের অনুকরণে।
সংশ্লিষ্টরা জানান, লোক সমাগমকে কেন্দ্র করে প্রতিবছরের মত এবারও বসেছে মেলা। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।