Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নেয়া হয়েছিল জীবিত ফেরত দেয়া হল লাশ

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে রুবেল (২০) নামে এ যুবককে বিদ্যুতের কাজ শিখানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যাওয়ার ১ সপ্তাহ পর গতকাল সোমবার সন্ধায় তার (রুবেল) লাশ পাঠানো হয়েছে। লাশ বাড়িতে পৌছার পর স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে। হতভাগ্য রুবেল মিয়া উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। ইউনুছ মিয়া জানান, একই গ্রামের এহমদ্দিন (৬০) ও তার ছেলে তাজুল ইসলাম (৪০) ৭/৮ দিন পূর্বে কারেন্টের কাজ শিখানোর কথা বলে রুবেলকে খান্দুরা পীর সাহেব বাড়িতে নিয়ে যায়। এর পর রুবেলের আর কোন খোঁজখবর জানেনা তার মা-বাবা। গতকাল সোমবার সন্ধ্যায় তাজুল ইসলাম ফোন করে রুবেলের অবস্থা খারাপ বলে তার পিতাকে জানায়। খান্দুরা পীর সাহেব বাড়িতে রুবেলের পিতাকে যেতে বলে সে। পিতা ইউনুছ মিয়া পীর সাহেব বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়ার পর তাজুল পুনরায় ফোন করে মাধবপুর হাসপাতালে যেতে বলে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনুছ মিয়া মাধবপুর তিতাস ক্লিনিকের সামনে পৌছার পর রুবেলের লাশ সমজে দেয়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে রুবেল মারা গেছে বলে জানিয়ে তাজুল ও এহমদ্দিন তড়িগড়ি চলে যায়। সন্ধা সাড়ে ৭টার দিকে লাশ তার বাড়িতে পৌলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। রুবেলের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে।