Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দখলমুক্ত হচ্ছে বানিয়াচঙ্গের ঐতিহাসিক গড়ের খাল

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ অবশেষে দখলমুক্ত হতে যাচ্ছে বানিয়াচঙ্গের ঐতিহাসিক গড়ের খাল। গড়ের খাল জরিপ ও দখলমুক্ত এবং শহীদ মিনার সংরক্ষণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, মোহাম্মদ আলী মমিন, হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল প্রমূখ।
উল্লেখ্য, ঐতিহাসিক গড়ের খাল উদ্ধার ও শহীদ মিনার সংরক্ষনের জন্য গত আগষ্ট মাসে সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউর রহমানকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। গতকালের সভায় আগামী ৯ নভেম্বর থেকে গড়ের খাল জরিপ ও দখলমুক্ত করার কাজ শুরু করাসহ শহীদ মিনার সংরক্ষনে সীমানা প্রাচীর নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সাথে সাথে শহীদ মিনার চত্ত্বরে কোন প্রকার যান বাহন না রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করতে বলা হয় কর্তৃপক্ষকে।
সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউর রহমান এ প্রতিনিধিকে জানান, গড়েরখাল দখলমুক্ত করে বানিয়াচংয়ের হারানো গৌরব ফিরিয়ে আনাসহ শহীদ মিনার এর পবিত্রতা রক্ষায় সকলের সহযোগিতা দরকার।