Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিরোধপূর্ণ ভূমি দখলকে কেন্দ্র করে নবীগঞ্জ শহর মধ্য রাতে রনক্ষেত্র

নবীগঞ্জ প্রতিনিধি ॥ একটি বিরোধপূর্ণ জায়গা দখলকে কেন্দ্র করে গতকাল মধ্যরাতে নবীগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরগাও গ্রামের মনর মিয়া ও আনমনু গ্রামের আব্দুস শহীদ সাহিদ মিয়া মধ্যে শহরের জে কে হাই স্কুল চৌমুহনীতে একটি ভূমি নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে সাহিদ মিয়া নবীগঞ্জ থানায় অভিযোগ করলে ১৫/২০ দিন পূর্বে পুলিশ উভয় পক্ষকে নোটিশ দিয়ে শান্তি শৃংখলা বজায় রাখার আহ্বান জানান। এদিকে বিরোধ মিমাংসায় সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু. উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী ও পৌর মেয়র তোফাজ্জল উসলাম চৌধুরীর সমন্বয়ে শালিস বৈঠক বসে। অনুষ্ঠিত শালিসে বিরোধ মিমাংসায় সংসদ সদস্যকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটি গতকাল রবিবার উভয় পক্ষকে নিয়ে বসার সময় নির্ধারণ করেন। কিন্তু হরতাল সহ বিভিন্ন সমস্যার কারণে গত শুক্রবার তারিখ পরিবর্তন করে ৭ নভেম্বর পুননির্ধারণ করা হয়। এ অবস্থায় গতকাল মধ্যরাতে মনর মিয়ার লোকজন বিরোধ পূর্ণ ভূমিতে ঘর নির্মানের প্রস্তুতি নেয়। এ খবর পেয়ে সাহিদ মিয়ার লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। এ অবস্থায় সাহিদ মিয়া ও তার চাচাতো ভাই আব্দুল মুকিতকে নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত আলী থানায় ডেকে নিয়ে আসেন। এবং পুলিশ সাহিদ মিয়ার লোকজনকে ঘটনাস্থল থেকে বিতারিত করে দেন। এ সুযোগে মনর মিয়ার লোকজন ঘটনাস্থলে অবস্থান নিয়ে বিরোধপূর্ণ ভূমিতে ঘর নির্মাণ কাজ শুরু করে। এ অবস্থায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে মধ্যরাতে নবীগঞ্জ শহর হয়ে উঠে উত্তপ্ত। পরিণত হয় রণক্ষেত্রে। সাহিদ মিয়া পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।