Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে গণদলের বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল  বিকাল সাড়ে ৪টায় মুসলিম কোয়ার্টারস্থ’ চিলড্রেন পার্ক থেকে বিরোধীদলীয় নেতা, বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী গণদল হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় বেবীস্টেন্ড মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী গণদল হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী মুছার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম মিয়ার পরিচালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)  জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ কামাল উদ্দিন আহমেদ সেলিম, জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মোঃ মোতাকাবিবর খাঁন আক্কাস, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রমিজ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী আবুল হোসেন, তোফায়েল হোসেন চৌধুরী, হারুন অর-রশীদ হারুন, জাতীয়তাবাদী গণদলের যুগ্ম আহ্বায়ক আবুল ফজল মামুন, মোঃ জাকির হোসেন, কাজী সামছুল হক শিমুল, মোঃ শাহজাহান, জুবায়ের হোসেন, মোঃ কিম্মত আলী, মোঃ সেলিম রানা, সাইফুল ইসলাম সেলিম, খাইরুজ্জামান সোহেল, সাইফুল ইসলাম, মোঃ আবু সায়েম, মোঃ আবুল কালাম, মোঃ সুজন মিয়া, মঈন আহমেদ, মোঃ ইকবাল মিয়া, বাদল মিয়া, রাজীব আহমেদ হৃদয়, মোঃ মীর তোফায়েল, মোঃ নুরুন মিয়া, উছমান গণি কালন, আব্দুল গাফ্ফার, মোঃ শাহান মিয়া, মোঃ রুবেল খান, মোঃ আফিল উদ্দিন, রাজিব খান, রায়হান আহমদ আকাশ, গোলাম মস্তোফা, এহতেশামুল হক সোহাগ, মোঃ মুন্না, সানি মিয়া, সাগর মিয়া, মাসুম মিয়া, আকিকুর রহমান সজিব, জেমি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আবদাল বলেন, অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের গণদাবী মেনে সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনী তফসিল ঘোষনা করে ১৬ কোটি মানুষের উদ্বেগ উৎকন্ঠা দূর করার আহবান জানান ।