Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেশের জনসংখ্যাকে জন শক্তিতে রূপান্তরিত করতে হবে-এমপি মাহবুব

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী বলেছেন-আমাদের অতীত ইতিহাস-ঐতিহ্য খুবই সমৃদ্ধ ছিল। কৃষি বিপ্লবের জন্য ১৯১৩ সালে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার নোবেল’র পুরস্কারের টাকা দিয়ে তিনি সমবায় ভিত্তিতে আধুনিক যন্ত্রপাতি ক্রয় করে ছিলেন। আস্তে আস্তে সমবায় বৃহত্তর আকার ধারন করেছে। আমাদের দেশে জনসংখ্যাকে জন শক্তিতে রূপান্তরিত করতে হবে। আমরা যদি দক্ষ জনশত্তি গড়ে তুলতে পারি তাহলে জনসংখ্যা কোন সমস্যা না। চাকুরীর পিছনে না ঘুরে সমবায় সমিতির ভিত্তিতে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা শুরু করা যায় তাহলে বেকারত্ব দূর হবে। তবে যোগ্য ও সৎ নেতৃত্ব দরকার। তিনি গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিম, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, জাপা সভাপতি কদর আলী মোল্লা। বিআরডিবির সহকারী কর্মকর্তা ফয়সল চেীধুরীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা অলি আহাদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ সাহাবউদ্দিন, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুকোমল রায়, শ্রমিক নেতা ফিরোজ মিয়া, সফল সমবায়ী নাজমা আক্তার প্রমূখ। এর আগে একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।