Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আমু চা-বাগানের দুঃসাহসিক চুরি ॥ ২টি মোবাইল সেট উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ডানকান ব্রাদার্স আমু চা-বাগানের টিলা বাবু শামীম মিয়ার বাসায় দঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। গত শনিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, টিলা বাবু শামীমের বাসায় তার শ্বাশুড়ী লিপি আক্তার (৫০) বেড়াতে আসেন। এ সময় শামীম ও তার স্ত্রী নাজমা আক্তার বেবি দুটি ছেলে মেয়ে রেখে গ্রামের বাড়িতে যান। বাসা খালি থাকা সুযোগে ওই রাতে ঘনশ্যামপুর গ্রামের ইদু মিয়ার ছেলে কুখ্যাত চোর তাহির শামিম এর ঘরে কৌশলে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এ সময় দরজার খোলার শব্দ শুনে লিপি আক্তার ঘুম থেকে জেগে উঠেন এবং পার্শ্ববর্তী বাসায় ফোন করতে চাইলে লিপি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ২টি মোবাইল সেট নিয়ে যায়। স্থানীয়রা আহত লিপি আক্তারকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি চুনারুঘাট থানার এসআই খবির হোসেন ঘটনাস্থলে পাঠান। পরে সন্দেহভাজন চোর ঘনশ্যামপুর গ্রামের ইদু মিয়ার ছেলে তাহিরকে গ্রেফতার করার জন্য অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাহির পালিয়ে যায়। এ সময় তার ঘর থেকে শামীম এর চুরি হওয়া ২টি মোবাইল সেট ও ১টি দা উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গত কয়েক মাস আগে কুখ্যাত তাহির চোরকে আহমদাবাদ চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু গরু চুরির অপরাধে চুনারুঘাট থানা সোর্পদ করেন। পরে তিন মাস জেল কেটে এসে আবার তার চুরি প্রবণতা বৃদ্ধি পায়।