Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভার ওয়ানষ্টপ কার্যক্রম পরিদর্শন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ওয়ানষ্টপ কার্যক্রম পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি) মোঃ মঈন উদ্দিন। তিনি গতকাল ডিজিটাল সেন্টার সমুহ পরিদর্শনকল্পে হবিগঞ্জ সফরকালে বেলা সাড়ে ১১ টায় হবিগঞ্জ পৌরসভায় পৌছেন। পৌরভবনে পৌছুলে মেয়রসহ পরিষদের নেতৃবৃন্দরা তাকে স্বাগত জানান। এ সময় তিনি হবিগঞ্জ পৌরসভার ওয়ান ষ্টপ সার্ভিসের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। জন্ম-মৃত্যু নিবন্ধন, সনদ প্রদান, কর আদায়সহ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের বিভিন্ন দিক তিনি খতিয়ে দেখেন। এসময় তিনি সেবা নিতে আসা নাগরিকদের সাথেও কথা বলেন। অতিরিক্ত সচিব মোঃ মঈন উদ্দিন হবিগঞ্জ পৌরসভার নিয়মিত নাগরিক সেবা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ব্যতিক্রমী কর্মকান্ডের ভুয়শী প্রশংসা করেন। এর মধ্যে ওয়ান স্টপ সার্ভিস ও স্কাইপি’র মাধ্যমে নাগরিকদের সাথে কনভারসেশন কার্যক্রমেরও প্রশংসা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দিলীপ কুমার বনিক, এনডিসি মেহদি হাসান, পৌরকাউন্সিলর পিয়ারা বেগম, সালমা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, দিলীপ দাস, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আলমগীর, মোঃ মাহবুবুল হক হেলাল, পৌর সচিব নুর আজম শরীফ, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, ইউপিপিআরপি’র টাউন ম্যানেজার মোঃ শফি উল্লাহসহ অন্যান্যরা।