Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কালীবাড়ীর স্মৃতি রক্ষার্থে প্রতিকী পুজা ও আলোর মিছিল অনুষ্টিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানার অভ্যন্তরে শ্রী শ্রী কালবাড়ী ও কানাই লাল জিউড় আখড়ার স্মৃতি রক্ষার্থে প্রতিকী কালী পূজা বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ ডাকবাংলা প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টায় আলোর মিছিল ডাকবাংলা থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডাকবাংলায় শেষ হয়। পূজা কমিটির আহবায়ক বিধান ধরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নীলকণ্ট দাশ সামন্তের পরিচালনায় আলোর মিছিলে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লূৎফুর রহমান, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, কালীপুজা কমিটির যুগ্ম আহবায়ক রঞ্জিত চক্রবর্তী নান্টু, রশময় শীল, গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, সাধারন সম্পাদক নারায়ন রায়, আবুল কালাম আজাদ রেনু, প্রমথ চক্রবর্তী বেনু, সঞ্জয় দাশ, মন্টু আচার্য্য, বীরেন্দ্র মালাকার, অরবিন্দু বনিক, দানিশ বনিক, নৃপেন্দ্র পাল, পবিত্র বনিক, অসিত বরন পাল, শংকর দেব, নির্মলেন্দু দাশ রানা, গৌতম রায়, অমলেন্দু সূত্রধর, ধ্র“বজ্যোতি বনিক, মিথুন পাল, ঝুটন বনিক, জয় বনিক, সানি চক্রবর্তী, বিপ্লব মালাকার, সুজয় বনিক, ধ্র“ব পাল, অমিত দাশ সামন্ত প্রমূখ।