Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর আইন শৃংখলা কমিটির সভা চেয়ারম্যান আলাউদ্দিন ও কামালকে মামলা থেকে অব্যাহতির দাবি

মাধবপুর প্রতিনিধি ॥ সুষ্টু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিনকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছেন উপজেলা আইন শৃংখলা কমিটির সকল সদস্য। সোমবার মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত আইন শৃংখলা কমিটির সভায় এ দাবি জানানো হয়। সভায় উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আকতার হেলেন, অফিসার ইনচার্জ (তদন্ত) কে.এম.আজমিরুজামান, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, মাহবুবুর রহমান সোহাগ, মীর খুরশেদ আলম, আতিকুর রহমান, সফিকুল ইসলাম, পারভেজ চৌধুরী, সামসুল ইসলাম মামুন, খাইরুল হোসাইন মনু, সাহাব উদ্দিন, সদস্য সৈয়দ গিয়াছুল হোসাইন, আব্দুর নূর, সুকোমল রায় প্রমূখ।
সভায় ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামালকে গাছ চুরির মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানানো হয়। উল্লেখ আলাউদ্দিনের বিরুদ্ধে আতœহত্যার প্ররোচনার অভিযোগে এবং সামসুল ইসলাম কামালের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগে থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।