Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে ব্যঙের ছাতার মত গজে উঠেছে অবৈধ ফার্মেসী

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার সবকটি বাজারে ব্যঙ্গের ছাতার মত ফার্মেসী গজে উঠেছে। এসব অবৈধ ফার্মেসী গুলোতে বেশির ভাগ ঔষধ ব্যবসায়ীরা স্বল্প শিক্ষিত। তারা শুধু ঔষধ ব্যবসায়ী নন, নিজেকে ডাক্তার হিসেবেও পরিচয় দেন। লাইসেন্সবিহীন এসব ফার্মেসীতে কোন সনদ ছাড়াই অবৈধ ডাক্তাররা ফার্মেসীতে বসে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ না নেয়ায় এর প্রসার ঘটছে। একটি সূত্রে জানা যায় উপজেলার বড় বাজার হিসেবে পরিচিত বুল্লা বাজারসহ কালাউক, বামৈ, মুড়াকরি ও লাখাই বাজারে প্রায় ২শতাধিক ফার্মেসী রয়েছে। অধিকাংশ ফার্মেসীতে নিম্ন মানের ঔষধ বিক্রয় করা হয়। পক্ষান্তরে কোন স্পেশালিষ্ট ডাক্তারের প্রেসক্রিপশনের ঔষধগুলি এসব বাজারে পাওয়া যাচ্ছে না। যেখানে নিম্ন মানের ঔষধের ছড়াছড়ি। সেখানে ভাল কোম্পানির ঔষধ সীমিত সংখ্যক ফার্মেসীতে পাওয়া যায়।