Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে অস্ত্র রেখে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ধরাশায়ী

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছে আছকির। পুলিশ তাকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। তার অপর এক সহযোগীকে খুঁজছে পুলিশ। আটক আছকিরের বাড়ি চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-পার্শ্ববর্তী সৈয়দাবাদ গ্রামের আজগর আলীর সাথে আছকিরের বিরোধ চলে আসছিল। আজগর আলীকে ফাঁসাতে আছকির তার (আজগর আলী) বাড়িতে একটি পাইপগান রেখে আসে। পরে সে পুলিশকে জানায়ে যে আজগর আলীর বাড়িতে অস্ত্র রয়েছে। খবর পেয়ে গত ২ অক্টোবর চুনারুঘাট থানার দারোগা হারিফুর রহমানসহ একদল পুলিশ সৈয়দাবাদ গ্রামের আজগর আলীর বাড়ীতে অভিযান চালায়। এ সময় আজগর আলীর বসত ঘরের বারান্দায় সুকেসের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান উদ্ধার করে পুলিশ এবং তাকে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর সন্দেহ হলে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। আজগর আলীকে ফাঁসানোর জন্য আছকির ও সফিক ঘটনা সাজিয়ে বলে পুলিশের ধারণা জন্মে। পরে আজগর আলীকে ৫৪ ধারায় হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়। এদিকে এ ঘটনার পর থেকে আছকির মিয়া ও একই এলাকার ইদ্রিছ আলীর পুত্র সফিক মিয়া এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশে চেষ্টা চালায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে থানার দারোগা কবির হোসেন ভূইয়া ও হারুন আল রশীদসহ একদল থানা পুলিশ অভিযান চালিয়ে আছকিরকে তার বাড়ি থেকে আটক করে।
উল্লেখ্য, আছকিরের বিরুদ্ধে এলাকায় দাঙ্গা হাঙ্গামা, সরকারি জমি দখল, নারী নির্যাতন, নিরীহ মানুষকে মামলা মোকদ্দমায় হয়রানি, চুরি, জোয়া ও অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অপর দিকে আছকিরের সহযোগী সফিককে খুঁজছে পুলিশ।